মল্লিক মো.জামাল ,বরগুনা প্রতিনিধি: বরগুনা তালতলী থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রবিবার (১৭ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের উত্তরঝাড়াখালী এবং বেহালা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন : উত্তর ঝাড়াখালী গ্রামের কামাল জোমাদ্দারের ছেলে মো.বেলাল (২২) ও বেহেলা গ্রামের দক্ষিনা চন্দ্র রায়ের ছেলে উত্তম চন্দ্র রায়(৩০)।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শেখ শাহিনুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply