দলীয় সূত্রের খবর বেশ কয়েকটি পদে পুরনোদের সরিয়ে আনা হচ্ছে নতুনদের। বদল হবে জেলার সভাপতি পদেও। রদবদল নিয়ে একটি সুপারিশ দিল্লিতে ইতোমধ্যেই পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ। তা এখন মঞ্জুরের অপেক্ষায়।
প্রসঙ্গত বলা যেতে পারে গত ২০১৮ সালে জয়ের পর এখন বিজেপি’র লক্ষ্য ২০২১। বিধানসভা ভোটে রাজ্যে ২০০টি আসন জয়ের লক্ষ্য নিয়েছে পদ্মশিবির। বিজেপি নেতারা মনে করছেন, ১৮০টি আসন পাওয়া অসম্ভব নয়। এহেন পরিস্থিতিতে বিধানসভা ভোটের দেড় বছর আগে শেষবার সংগঠন ঝালিয়ে নিতে চাইছেন নেতারা। কারণ, নতুনদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সময় প্রয়োজন। এমনিতেই লোকসভা ভোটের কারণে নিয়ম অনুযায়ী বিজেপির সাংগঠনিক রদবদল হয়নি। তবে চলতি বছরের আগেই সংগঠন গুছিয়ে নিতে চাইছে দলটি।
Leave a Reply