আঙ্কারা ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শীতল সম্পর্কের মাঝেও, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট, রেসেপ তাইয়েফ এরদোয়ানকে WHITE HOUSE এ স্বাগত জানান বুধবার । ওভাল অফিসে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই আমরা বন্ধু, আমরা একে ওপরের দেশকে ভালো করেই জানি ।
প্রেসিডেন্ট এরদোয়ান সিরীয় কুর্দিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের হুশিঁয়ারিকে অবজ্ঞা করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন। এছাড়াও মস্কো থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, S-400 ক্রয় করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনীতিকদের চরম উদ্বেগের কারণও হয়েছেন I তুরস্কের এই আচরণে অসন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে তাদের F-35 জঙ্গি বিমান বিক্রয় স্থগিত রেখেছে ।
প্রেসিডেন্ট এরদোয়ান, এছাড়াও মস্কো থেকে সর্বাধুনিক SU-57 এবং SU-35 জঙ্গি বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন ।
এতদসত্ত্বেও, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের মধ্যে SU-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও স্থগিত করা F-35 বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
Leave a Reply