ফ্রান্স, জার্মানি,ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে বলেছে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার জন্য ইরানের এই পদক্ষেপ অত্যন্ত অনুশোচনীয়।
সোমবার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ইরানকে সমস্ত পদক্ষেপ থেকে সরে আসতে আহ্বান জানান। যৌথ কার্যকর কর্ম পরিকল্পনাতে আরোপিত পদক্ষেপগুলোর কারণে, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবার জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত হয়ে পড়ে। ইরান তাদের ফারডো স্থাপনাতে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে যা অনুমোদিত সমৃদ্ধকরণ এবং মজুদের মাত্রার চাইতে অনেক বেশী। ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানী জানিয়েছেন ঐ পদক্ষেপগুলো থেকে সরে দাঁড়ানোর এক মাত্র উপায়, যদি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা থেকে ইরানকে অব্যাহতি দেয়ার বিষয়ে অন্যান্য সাক্ষরদাতারা সাহায্য করেন।
ফ্রান্স, জার্মানি,ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ঐ বিবৃতিতে জানায়, চুক্তি অনুযায়ী তারা তাদের প্রতিশ্রুতি বজায় রেখেছে। এমন কি তারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারা সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
Leave a Reply