শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

উত্তরায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ০৩ সক্রিয় সদস্য গ্রেফতার অস্ত্র, ওয়াকিটকি ও প্রাইভেটকার জব্দ।

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৮.০০ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদ:  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, চোরাকারবারী, ডাকাতদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।গত ২১ অক্টোবর ২০১৯ তারিখ সময় আনুমানিক ০১৩০ ঘটিকায় ভিকটিম মোঃ মোস্তফা জামান পূবালী ব্যাংক লিমিটেড, বিমানবন্দর শাখা হতে তাদের কোম্পানীর ৭,৬৫,০০০/- টাকা উত্তোলন করে। উত্তোলনকৃত টাকা নিয়ে আইএফআইসি ব্যাংক, উত্তরা শাখায় জমা দিতে যাওয়ার সময় উত্তরা ০১নং সেক্টরের ১২নং রোডের মাথায় অজ্ঞাতনামা ০৫/০৬ জন ব্যক্তি ভিকটিমকে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়। প্রাইভেটকারে উঠানোর পর ডাকাতরা ভিকটিমের চোখ বেঁধে ব্যাপক মারধর করে। তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের ভয়ভীতি প্রদান করে তার নিকটে থাকা ৭,৬৫,০০০/-টাকা ডাকাতি করে ভিকটিমকে উত্তরা ১০নং সেক্টরের ১২নং রোডের পাশে রাস্তায় ফেলে চলে যায়। এ প্রেক্ষিতে র‌্যাব-১ উক্ত ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ২০১৯ তারিখ ২১৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ঢাকা বিমানবন্দর থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান গেইটের বিপরীত পার্শ্বে অবস্থিত সাইটডিস রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে বর্ণিত ডাকাত দলের সদস্য ১) মোঃ মিজানুর রহমান @ বাচ্চু (৪২), পিতা-মৃত আনসার আলী ব্যাপারী, মাতা-মিনারা বেগম, সাং-উত্তর মালিকান্দা, থানা-উজিরপুর, জেলা বরিশাল, বর্তমান ঠিকানা-উত্তর বাড্ডা, হাজীপাড়া মসজিদ সংলগ্ন মিরাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা- বাড্ডা, ডিএমপি, ঢাকা, ২) মোঃ নূর আমিন মোল্লা (৩১), পিতা-মোঃ রফিক মোল্লা, মাতা-মরিয়ম বেগম, সাং-খানারপাড়, থানা ও জেলা- গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা- রায়ের বাজার, ছাতা মসজিদ গলি, কাদির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-হাজারীবাগ, ঢাকা, ৩) মোঃ সজিব আহম্মেদ (২৬), পিতা- শুক্কুর আলী শেখ, মাতা-আয়শা আক্তার, সাং- মিয়াপাড়া, রবীন্দ্র সড়ক, থানা ও জেলা- গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা-কাউন্সিলর গলি, সামসুদ্দিন আলীর ভাড়াটিয়া, থানা-কলাবাগান, ঢাকা’দেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে ০২ টি ওয়ান শুটার গান, ০১ টি প্রাইভেটকার, ০১ টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত দলটির স্থায়ী সদস্য ০৮/১০ জন। পলাতক আসামী শ্যামল ওরফে সবুজ @ সুলতান ও ধৃত আসামী মিজানুর রহমান @ বাচ্চু এই ডাকাত দলের মূল হোতা। এই দুইজন মিলে ডাকাত দলটিকে নিয়ন্ত্রন করত। এই অপরাধী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত নানাবিধ অপরাধের সাথে যুক্ত। ডিবি পুলিশ পরিচয়ে তারা ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে থাকে। এই চক্রটি বিগত ২০১৮ সালে সংঘটিত হয়েছে। এই অপরাধী চক্রটি নিজেদেরকে ডিবি পুলিশ হিসেবে উপস্থাপন করতে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার করে থাকে বলে ধৃত আসামীরা স্বীকার করে।

এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের গ্রাহকদের অপহরণ ও অর্থ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে নানাবিধ কৌশল অবলম্বন করে থাকে। প্রথমত তাদের দলের ১/২ জন সাধারণ ছদ্মবেশে ব্যাংকের বাহিরে, ২/৩ জন গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে অভ্যন্তরে প্রবেশ করে এবং মূল দলটি প্রাইভেটকারযোগে সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। অতঃপর তারা সুবিধাজনক গ্রাহকদের শনাক্ত করতে চেষ্টা করে। যে গ্রাহক বেশি টাকা উত্তোলন করে কিন্তু নিজস্ব গাড়ী/যান নেই সাধারনত তাদেরকে টার্গেট করে থাকে। অতঃপর ভিতরের একজন ব্যাংক থেকে বের হয়ে এসে বাহিরের জনকে টার্গেট বুঝিয়ে দেয় অথবা সরাসরি তারা মোবাইলের মাধ্যমে মূলদল বাহিরে অবস্থানরত দলকে অবহিত করে থাকে। অতঃপর প্রাইভেটকারটি পেছন থেকে অথবা কখনও সামনে থেকে এসে সুবিধাজনক স্থানে ভিকটিমের গতিরোধ করে মাইক্রোবাসে তুলে ফেলে। অতঃপর গাড়ীর ভিতরে ভিকটিমকে চোখমুখ বেঁধে প্রাইভেটকারে চলন্ত অবস্থায় শারিরীক নির্যাতন করে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে ভিকটিমকে রাস্তায় ফেলে চলে যায়। বর্ণিত দলটির সদস্যদের অপরাধকালীন সময়ে স্ব-স্ব নির্দিষ্ট দায়িত্ব পূর্ব হতে বন্টন করা থাকে। যেমন ডিবি অফিসারের ন্যায় ভূমিকায় কে থাকবে, কে ব্যাংকের ভিতরে থাকবে, কে ব্যাংকের বাহিরে থাকবে কিভাবে ইশারায় যোগাযোগ করবে ইত্যাদি।  ধৃত আসামী মিজানুর রহমান @ বাচ্চু’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত অপরাধী চক্রের মূল হোতা। সে পূর্বে একটি বেসরকারি ফার্মে চাকুরী করত পরবর্তীতে সে গার্মেন্টস এর সোয়েটার কেনা/বেচা করত। সে পলাতক আসামী শ্যামলকে নিয়ে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গঠন করে। ডাকাতির জন্য সে টার্গেট নির্ধারণ করত এবং ডাকাতির সময় ডিবি অফিসার এর ন্যায় বেশভূষা ধারণ করত। ডাকাতি করে প্রাপ্ত টাকা সে নির্দিষ্ট হারে অন্যান্যদের মধ্যে বন্টন করত বলে জানায়। সে এখন পর্যন্ত ১০/১২ টি ডাকাতি করেছে বলে স্বীকার করে। ধৃত আসামী নূর আমিন মোল্লা’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। সে ১০ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করে। পরবর্তীতে সে রাজধানী ঢাকায় রেন্ট এ কারে গাড়ী চালাত। সে ডাকাতি করার জন্য জব্দকৃত প্রাইভেটকারটি ভাড়ায় নিয়ে আসত। সে পলাতক আসামী শ্যামলের মাধ্যমে উক্ত ডাকাত দলে জড়িত হয়। সে উক্ত ডাকাত দলের সাথে এখন পর্যন্ত ০৮/১০ টি ডাকাতি করেছে বলে জানায়। সে উক্ত ডাকাতি করে ২০,০০০/- টাকা পায় বলে স্বীকার করে।ধৃত আসামী সজিব আহম্মেদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ধৃত আসামী মিজান এর প্রধান সহযোগী হিসেবে কাজ করে। সে ইতিপূর্বে প্রাইভেটকারের চালক ছিল। সে একজন ব্যক্তির প্রাইভেটকার চালাত। গত ০১ মাস পূর্বে সে উক্ত চাকুরী ছেড়ে দিয়ে উক্ত ডাকাত দলে যুক্ত হয়। সে প্রথমে টার্গেট নির্ধারণ করে এবং ভিকটিমকে গাড়ীতে উঠাত। পলাতক আসামী শ্যামলের মাধ্যমে সে উক্ত ডাকাত দলে জড়িত হয়। সে উক্ত ডাকাতি করে ৩০,০০০/- টাকা পায় বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি আপনাদের পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com