আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদঃ চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় গতকাল চাঁদপুর জেলায় আরো ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৪ জন, দক্ষিণ মতলবে ২ জন, উত্তর মতলবে ৩ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জ ১ জন, হাইমচরে ২ জন,কচুয়ায় ৩ জন, শাহরাস্তিতে ১ জন।
চাঁদপুর জেলায় মোট করানো আক্রান্ত এপর্যন্ত ৯০৫ জন। বুধবার দুপুরে ১৩২ টি করোনা পরীক্ষার রিপোর্ট আসে এবং এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়, বাকি ১০১ জনের করোনা ভাইরাস পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে।
চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৯০৫ জনের মধ্যে চাঁদপুর সদরেই রয়েছে ৩৪৩ জন, এছাড়াও এ জেলার উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হল শাহরাস্তিতে ১০১ জন,দক্ষিণ মতলবে ৯৮ জন, উত্তর মতলবে ৬৮ জন, ফরিদগঞ্জে ৮৯ জন, কচুয়ায় ৪৩ জন, হাইমচরে ৭২ জন এবং হাজীগঞ্জে ৯১ জন।
এখন পর্যন্ত চাঁদপুর জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে চাঁদপুর সদরে ১৬ জন,হাজীগঞ্জে ১৬ জন, মতলব দক্ষিণে ২ জন, মতলব উত্তরে ৮ জন,ফরিদগঞ্জে ৭ জন,কচুয়ায় ৫ জন এবং শাহরাস্তিতে ৪ জন।
Leave a Reply