রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণের কেঁপে উঠল ইরানে যশোরে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক এপ্রিলে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে দেশ বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসার ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হয় না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শামা ওবায়েদ রিংকুর গাড়িবহরে হামলা, ১৯ আ. লীগ নেতাকর্মী কারাগারে। ঠাকুরগাঁও বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর নয়ন সরকারে মৃত্যু মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনে সভাপতি-এম আই ফারুক,সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার নওগাঁয় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের চেকপোস্টে ধরা চট্টগ্রাম থেকে নোয়াখালী নেওয়া হচ্ছিল অস্ত্রগুলো

গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭.৫৫ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। শুক্রবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডিএনসিসিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৩৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশালে ২৫ জন, রাজশাহীতে ১৯ জন, ময়মনসিংহে ১২ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৪৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com