তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রতিবিন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। ১০টি হুইল চেয়ারের মধ্যে ৫টি প্রদান করা হয়েছে সাধারণ প্রতিবন্ধীদের ও ৫টি প্রদান করা হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে।সদর উপজেলা পরিষদের অর্থায়নে ১৬ জুন মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ারগুলো প্রতিবন্ধীদের হাতে তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো।এসময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আ: রশিদ, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাবেদ শিকদারসহ হুইল চেয়ার প্রাপ্ত প্রতিবন্ধীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো বলেন, বর্তমান দেশের করোনা পরিস্থিতির মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করেননি। দেশের প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। যার ফলশ্রুতিতে আজ অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হলো, আগামীতে আরও প্রদান করা হবে। আর এসব সম্ভব হচ্ছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। দেশের এ ক্রান্তিলগ্নেও তিনি ঘরে বসে নেই, দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এছাড়াও তিনি দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
Leave a Reply