নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বহীনতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন দৈনিক দেশের কথা পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদের মা।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
একজন সুস্থ মা–যিনি স্বাভাবিকভাবে কথা বলতেন, চলাফেরা করতেন, নিজ হাতে খাবার খেতেন—তিনি ভর্তি হয়েছিলেন চিকিৎসার আশায়। কিন্তু ৩ দিনের মাথায় ফিরলেন নিথর দেহ হয়ে। কার গাফিলতিতে? কার অবহেলায়?
❝রোগী নয়, যেন অবহেলার নিশানা❞২৭ জুলাই বিকেলে বায়েজিদ এলাকার নিজ বাসা থেকে চমেকের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। এরপর থেকেই শুরু হয় বিভীষিকাময় অধ্যায়—
একটি স্যালাইন দিতে লেগে যায় দেড় ঘণ্টা। শ্বাসকষ্ট শুরু হলে ডাক্তারদের একাধিকবার ডাকা হলেও তারা গল্পে মেতে থাকেন।
জরুরি ওষুধ আনতে তিনবার পাঠানো হলেও প্রয়োগ হয় না সময়মতো।
নার্স-ডাক্তারের দায়িত্ব এড়ানো বক্তব্য: “নির্দেশ ছাড়া কিছু করা যাবে না” কিংবা “নার্সরা না শুনলে আমরা কী করব?”শেষ পর্যন্ত, মায়ের শ্বাস থেমে যায়, বুক ফেটে যায় সন্তানের। অথচ মৃত্যুর আধা ঘণ্টা পর শুরু হয় “দেখানো চিকিৎসা”।
❝রুটিন মৃত্যু না নাকি খুনের বৈধতা?❞এই হৃদয়বিদারক ঘটনার পর পুরো ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকের অভিযোগ“প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, এটা যেন নিয়মিত ঘটনা।”
মরহুমার দাফন হয় ২৮ জুলাই, কিশোরগঞ্জ জেলার গ্রামের বাড়িতে। শোকাতুর সাংবাদিক মাসুদের একটাই আক্ষেপ—“এমন অবহেলায় আর কোনো সন্তান যেন তার মাকে না হারায়।”
❝নিহত পরিবার ও সাধারণ মানুষের প্রশ্ন—এ অবহেলার বিচার কি হবে না?❞
এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। কিন্তু সচেতন মহল, সাংবাদিক সমাজ এবং সাধারণ নাগরিকের কণ্ঠে প্রশ্ন—
এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি চিকিৎসা ব্যবস্থার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি?
সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি, ওষুধ কোম্পানির চাপ, অহেতুক পরীক্ষার ব্যবসা, এবং দায়িত্বহীনতা যেন রোগীদের মৃত্যু নিশ্চিত করছে—সেবার নামে যেন চলছে নিরব হত্যাকাণ্ড!
❝সব চিকিৎসক এক নন, কিন্তু কিছুজনের জন্য প্রশ্নবিদ্ধ পুরো পেশা❞এ সত্য অস্বীকার করার উপায় নেই—অনেক চিকিৎসক আন্তরিক ও নিবেদিতপ্রাণ। কিন্তু কিছু সংখ্যক চিকিৎসকের গাফিলতি গোটা চিকিৎসা ব্যবস্থাকে সংকটে ফেলছে।
❝মানবিক চিকিৎসা ব্যবস্থাই হোক এখন সময়ের দাবি❞
সবার একটাই প্রত্যাশা— রোগীর প্রতি আচরণ হোক সহানুভূতিশীল।
চিকিৎসা হোক দায়িত্বপূর্ণ ও মানবিক।
চিকিৎসা প্রতিষ্ঠান হোক রোগীবান্ধব।
মরহুমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবারের সদস্য, স্বজন, চিকিৎসাধীন ওয়ার্ডের রোগীর অভিভাবক, সাংবাদিক সমাজ, সচেতন নাগরিক ও পাড়া-প্রতিবেশীরা।
মৃত্যুর আগে পর্যন্ত তিনি ধর্মীয় আমল, অজু, গোসল, পবিত্রতা এবং সকলের খোঁজখবর রাখা—এই নেক আমলের মধ্যেই ছিলেন।
পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন—আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
Leave a Reply