শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

পর্যায়ক্রমে বন্ধ হবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বিতরণের কার্যক্রম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭.১৬ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত ২১১ কোটি টাকার নতুন নোট বাজারের ছাড়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ওঠায় নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত হয়েছে।

তবে, বঙ্গবন্ধুর ছবি ছাড়া নতুন নোট মে জুনে বাজারে আসবে জানিয়ে মুখপাত্র আরিফ হাসান খান বলছেন, শুধু উৎসব নয়, এখন থেকে সারা বছরই নতুন টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পরিবর্তন হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম।

আওয়ামী ফ্যাসিবাদের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও। যদিও এখনো দেশের সব বাংক নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানেরই ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও ছিলো শেখ মুজিবুর রহমানের ছবি।

কিন্তু নানা মহল থেকে আপত্তি উঠার শেষ পর্যন্ত তার ছবিযুক্ত নতুন টাকা বিতরণ কার্যক্রম স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক। যদিও ক্যামেরার সামনে সেটি একটু অন্যভাবে ব্যাখ্যা দেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র।

তিনি জানান, বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আরিফ হাসান বলেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে জুলাই বিপ্লবের গ্রাফিতি ও সাবেক গভর্নর রউফ তালুকদারের পরিবর্তে নতুন গভর্নর আহসান এইচ মনসুর এর সইওয়ালা নতুন নোট মে-জুনের মধ্যে বাজারে আসবে।

তিনি আরও বলেন, কোন বিশেষ উপলক্ষ নয়; এখন থেকে সারাবছরই বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদে নতুন নোট আসছে না। বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেছেন, নতুন টাকা ইস্যু করার আগে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের আরও ভাবনাচিন্তার দরকার ছিলো। তাহলে এমন ঘটনার মুখামুখি হতে হতো না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবের ছবিযুক্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের পরিমাণ ৩ লাখ ১ হাজার ৩৪১ কোটি টাকা।

–  একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com