নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় ৪দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসক ম্যাটস এর সংবাদ সম্মলন
অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫-০২-২০২৫)সকাল ১১টায় জেলা প্রেসক্লাব হলরুমে নওগাঁ জেলা বিডিএমএ ম্যাটস এর আয়াজনে এই সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে ডিপ্লোমা চিকিৎসক সংগঠনের সাধারন সম্পাদক ডা: রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন ( ১) অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডে উন্নীতকরণ। অতিশীঘ্র দশম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপোমা চিকিৎসকদের নিয়োগ দান। কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে সাড়ে ৪ বছরের মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগ দান। (২) ম্যাটস কারিকুলামকে আধুনিকীকরণ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানেউন্নীতকরন।(৩)অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ এবং পৃথক মেডিকেল কলেজ অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতিযোগীতামূলক অংশগ্রহনের ব্যবস্থা করা।(৪) মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও ডিগ্রীর নাম পরিবর্তন।এসময় তিনি আরো বলেন দীর্ঘ ৪৫ বছরের কম-বেশি সময় থেকে আমরা এ দাবী-দাওয়া গুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোন পদক্ষেপ নেই। জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সফল পরিনতিতে ডিপ্লোমা চিকিৎসকদের দীর্ঘ ৪৫ বছরের বৈষম্যের অবসান হওয়ার স্বপ্নে আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকার কথা দিয়েছিলো ৩ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন করবে। কিন্তু কথা রাখে নাই। আমাদের সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে নোট অব ডিসকাশন দিয়েছেন। এখন পর্যন্ত বাস্তবায়নের কোন লক্ষন নেই। উল্টো গ্রেজুয়েট চিকিৎসকগন হুমকি দিয়েছে নোট অব ডিসকাশন যেন বাস্তবায়ন না হয়। বাস্তবায়ন হলে তারা কর্মবিরতি, কমপ্লিট শাটডাউন এবং স্বাস্থ্য ব্যবস্থা অচল করে দেয়ার হুমকি দেন।এসময় আরো উপস্থিত ছিলেন চিকিৎসক সংগঠনের সভাপতি মোজাম্মেলসহ ম্যাটস এর শিক্ষার্থীরা।
Leave a Reply