আসাদুজ্জামান মাসুদঃ-শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট সেখানে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত জনতা জানান, আগুন লাগা গাড়ির গ্যারেজে অনেক গাড়ি রয়েছে।
Leave a Reply