শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিচার না পাইলে মইরা যামু, বিধবা আরেফা বেগমকে উচ্ছেদের চেষ্টা নববর্ষ উপলক্ষে বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১ ভাঙ্গায় বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ ফ্রি ফিলিস্তিন’ লেখা পতাকা হাতে নেইমারের ভাইরাল ছবিটি এআই দিয়ে করা সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪ জন কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিংয়ের আশঙ্কা ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলাদেশ এখন স্বাধীন ও স্বৈরাচার মুক্ত : ওয়াহিদুজ্জামান ওয়াহিদ 

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫১ এএম
  • ৩০ বার পড়া হয়েছে

 পিরোজপুর প্রতিনিধিঃ-নেছারাবাদ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, বাংলাদেশ এখন স্বাধীন ও স্বৈরাচার মুক্ত। বাংলাদেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা চাই না- এই স্বাধীন নতুন বাংলাদেশে আমাদের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম- তারা যাতে কোনো ভুল ইতিহাস না শিখে।

 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নেছারাবাদের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যেখানে যেখানে সংস্কার করার প্রয়োজন রয়েছে, তা আমরা করব। যেখানে নতুন ভবনের প্রয়োজন রয়েছে, যেসব স্কুলে মাঠ সংস্কার করা প্রয়োজন এবং যেসব স্কুলে মাঠ নেই, সেসব স্কুলে কিভাবে মাঠের ব্যবস্থা করা যায়, তার ব্যবস্থা করা। এ সবকিছু নিয়েই আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক বড় পরিকল্পনা রয়েছে।

 

ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছে।

 

বিএনপির এই নেতা বলেন, মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই মোবাইলে ও মাদকে আসক্ত না হয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলার মাঠে আসা উচিত।

 

তিনি আরও বলেন, আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চায় বিএনপি। আমরা চাই পাঠ্য পুস্তক নতুনভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাসগুলো যাতে পাঠ্য পুস্তকে আসে এবং সে ইতিহাসগুলো যাতে আমাদের সন্তানরা শিখতে পারে, জানতে পারে। আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পড়াশোনা ও খেলাধুলা সবকিছুর সমন্বয়ের মাধ্যমেই আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারব।

 

আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দিন আকন, উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু, আজাহারুল ইসলাম টুটুল, সোহেল রানা মৃধা, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সজীব, যুব নেতা মোঃ মিজানুর রহমান ও ছাত্রনেতা মাহাফুজুর রহমান রাতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com