মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

নওগাঁয় বিএনপির তৃনমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৮.০৭ পিএম
  • ৪৬ বার পড়া হয়েছে

রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে বিএনপির তৃনমূল কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস,এম রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগরসহ উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজু বলেন, খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা জানি কিভাবে মাঠে আন্দোলন করতে হয়। বেগম খালেদা জিয়া গনতন্ত্রের কাছে কোনোদিন মাথা নত করেননি। রুশ ভারতের দালালদের সাথে কোনোদিন আপস করেননি। রাজপথ ও দেশ ছেড়ে যাননি। সেই নেত্রী হলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন ও সকল নেতাকর্মীদের অপকর্ম থেকে বিরত থাকতে বলেন। তা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর হুশিয়ারী দেন। পরিশেষে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমক্তির জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com