পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।
৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া এর সঞ্চালনায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন, মেডিকেল অফিসার অনিন্দিতা সরকার প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। পিরোজপুর জেলার ৮৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে জানা যায়।
Leave a Reply