বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা আগামী বছরের জানুয়ারিতে যমুনা ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু চালু হবে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তহবিল-ক্ষমতার অপব্যবহারের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করার বিধান থাকছে না : আইন উপদেষ্টা

বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে
Unveiling Malaysia’s Best Smartphone of 2024: The realme GT 7 Pro, First Snapdragon 8 Elite, Now Available for RM3,699

বৈশ্বিক স্মার্টফোন বাজারে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সমৃদ্ধ ডিভাইস রিয়েলমি জিটি ৭ প্রো উন্মোচন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। “এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর্‌ড” থিমের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি পারফরম্যান্স ও মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে। স্মার্টফোনপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় দামে  একদম নতুন অভিজ্ঞতা প্রদান করবে এই ফোন।

“ডার্ক হর্স অব এআই” নামে পরিচিত রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনটি তৈরি করা হয়েছে কোয়ালকম ও গুগলের নেতৃত্বে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকায় এই ফোনে ব্যবহারকারীরা পাবেন উদ্ভাবনী এআই প্রযুক্তির অসাধারণ অভিজ্ঞতা। জিটি ৭ প্রো-এর দক্ষতা, ইমেজিং ও গেমিংয়ে এআই প্রযুক্তির সমন্বয়, ব্যবহারকারীদের নতুন ধরনের উদ্ভাবন উপভোগ করতে দেয়। এর মধ্যে স্কেচকে বড় ইমেজে পরিণত করতে রয়েছে এআই স্কেচ টু ইমেজ ফিচার, নিখুঁত ছবি তুলতে সহায়ক এআই মোশন ডেবলার ও এআই টেলিফটো আল্ট্রা ক্ল্যারিটি এবং ভিজ্যুয়ালকে ১.৫কে পর্যন্ত উন্নত করে গেমিং অভিজ্ঞতাকে আরো বেশি প্রাণবন্ত করে তুলতে রয়েছে এআই গেম সুপার রেজোল্যুশন।

রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথম ডিভাইস, যা পানির নিচে সম্পূর্ণ ফটোগ্রাফির সুবিধা প্রদান করে। এটি স্বয়ংক্রিয়ভাবে পরিস্থিতি সনাক্ত করে আন্ডারওয়াটার মোডে পরিবর্তিত হয়। আইপি৬৯ রেটিং ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সমৃদ্ধ এই ডিভাইসটি ব্যবহারকারীদের পানির নিচে ফোন আনলক করার পাশাপাশি উন্নতমানের ছবি তোলার সুযোগ দেয়, এমনকি টাচ করার মাধ্যমেও এই ফোন নিয়ন্ত্রণ করা সম্ভব। পানির ২ মিটার গভীরে ৩০ মিনিট পর্যন্ত এই ফোন ব্যবহার করা যায়। ফোনটিতে যাতে পানি না জমে যায়, তা নিশ্চিত করে এর সনিক ওয়াটার-ড্রেইনিং স্পিকার। ফলে পানির নিচে অ্যাডভেঞ্চার, স্নরকেলিং এবং ড্রিফটিং-এর জন্য একটি আদর্শ ফোন রিয়েলমি জিটি ৭ প্রো।

ফোনের নতুন এআই ডেমোশন ইঞ্জিনচালিত ফিচার এআই স্ন্যাপ মোড ফোনপ্রেমীদের দ্রুতগতির ফটোগ্রাফিতে দারুণ স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে। এতে অসাধারণ মুহূর্তগুলোকে সহজে ও নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করা সম্ভব। পাশাপাশি, লাইভ ফটো সাপোর্টের মাধ্যমে রঙিন মুহূর্তগুলো ডিফল্ট অ্যালবামে সংরক্ষণ এবং ইনস্টাগ্রামে শেয়ার করা যায়, যা ডিভাইসপ্রেমীদের প্রতিটি স্মৃতিকে দেয় পুনরায় উপভোগ করার সুযোগ।

রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে প্রথমবারের মতো ফ্লুইড ডিজাইন ও উন্নত এআই ফিচারের নিখুঁত সমন্বয়ে তৈরি রিয়েলমি ইউআই ৬.০ ব্যবহার করা হয়েছে। অ্যাডাপটিভ কালার ও প্রাণবন্ত অ্যানিমেশনযুক্ত এই ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য আরও ডায়নামিক এবং নিজস্ব অভিজ্ঞতা নিশ্চিত করে। এর নতুন ফ্লাক্স থিম ব্যবহার করে আইকন, লকস্ক্রিন ও ওয়ালপেপার সহজেই কাস্টমাইজ করা যায়। ফোনের উন্নত লাইভ অ্যালার্ট ফিচারের মাধ্যমে অ্যাপ পরিবর্তন না করেই তাৎক্ষণিক আপডেট পাওয়া যায়। প্ল্যাটফর্মভিত্তিক শেয়ারিংকে সহজ করে তুলতে রিয়েলমি শেয়ার ফিচারটি এখন দ্রুত ও উচ্চমানের ফাইল ট্রান্সফারের সুবিধা প্রদান করে। মোটকথা, রিয়েলমি জিটি ৭ প্রো-এর স্মুদ, বুদ্ধিদীপ্ত ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এর ইউআই ৬.০ ফিচারটি।

বৈশ্বিক স্মার্টফোন মার্কেটে রিয়েলমি জিটি ৭ প্রো তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে: স্টার ট্রেইল টাইটেনিয়াম, লাইট হোয়াইট এবং সীমিত সংস্করণের মার্স এক্সপ্লোরেশন। স্টোরেজ অপশন হিসেবে রয়েছে ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি।

=

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com