মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

জবি ছাত্রদলের তত্ত্বাবধানে আবর্জনার স্তুপ অপসারণ ও বৃক্ষরপোন

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬.২২ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্বাবধানে দ্বিতীয় গেইটের পাশে বহুদিনের জমানো আবর্জনার স্তুপ অপসারণ করে গাছ লাগানো হয়।
৩০ অক্টোবর ২০২৪, দুপুর ২ টায় জবি ছাত্রদলের নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত এর নেতৃত্বে বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপন করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে বিভিন্ন সচেতনতা মূলক ফ্যাস্টুন লাগানো হয়।
কর্মসূচির নেতৃত্বদানকারী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তুপ অপসারণের জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবদেন করা হলেও তা সম্ভবপর হয় নি। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা করে বেশ কিছুদিন অপেক্ষা করি এবং তারপর নিজেরাই উদ্যোগ নিই। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ গড়তে সাহায্য করবে।”
এসময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা মিয়া রাসেল বলেন, “পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আজকের কর্মসূচি বাস্তবায়ন করছি।বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্যমণ্ডিত করতে বৃক্ষরোপণ সহ যতো উদ্যোগ নেয়া যায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে তা করব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com