নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা সিপিআরএস মানবাধিকার সংস্থার কার্যালয়ে চট্টগ্রাম মহা-নগরের বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক,ব্যবসায়ী মরহুম আব্দুল আজিজের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট, শুক্রবার বিকেলে সাবেক ছাত্রনেতা মোঃ নিজাম উদ্দিন জ্যাকির সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক মোঃ বেলাল হোসাইন বেলালের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার সংস্থা সিপিআরএস এর বিভাগীয় সহ -সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক দ্বীন মোহাম্মদ দিলু, মোঃ শামসুল হক, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ আলমগীর, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আলাউদ্দিন ও প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মরহুম আব্দুল আজিজ চট্টগ্রামে সমাজ সেবায় অনন্য অবদান এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্যবোধ বজায় রাখতে স্ব চেষ্টা ছিলেন।তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে মরহুম আব্দুল আজিজের শোক সভায় মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী।
Leave a Reply