বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

গৌরীপুর পৌরসভায় ২০২৪ – ২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪, ১০.০৫ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৬০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৪৫৯ টাকা ৪১ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। উদ্বৃত্তের পরিমাণ ৬০ লাখ ৫৫ হাজার ৭১৯ টাকা ৪১ পয়সা।

রোববার (১০ জুন ) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তৃতীয় বার নির্বাচিত পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এ সময় মেয়র আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পৌরকর পরিশোধ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করেন।

এছাড়াও পৌর শহরের চলমান উন্নয়ন কাজেরও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন- পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, সাদেকুর রহমান সাদেক, মোঃ এমরান মুন্সী, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com