মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষের লক্ষ্যে আচরণ বিধি মেনে চলতে প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার পায়রা সম্মেলন কক্ষে ইউএনও সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সকল প্রার্থীদের একই ফ্রেমে নিয়ে ছবি তোলেন ইউএনও।
সভার শুরুতে সহকারী কমিশনার(ভূমি) অমিত দত্ত প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। পরে প্রার্থীদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তাই সকলকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেয় হয়। আরও বক্তব্য রাখেন, তালতল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাল খান।
প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারম্যান প্রার্থী রেজবি উল কবির জোমাদ্দার,মনিরুজ্জামান মিন্টু ও মোস্তাফিজুর রহমান। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফরাজী,ইমতিয়াজ ইমন নয়ন ও গাজী রেজাউল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শ্রীমতি ভাগ্যলক্ষী ও মোসা. কামরুন্নাহার।
এ সময় ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে তালতলী উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply