মো:শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ-চট্টগ্রাম নগরীর সিএমপি’র ইপিজেড থানাধীন আকমল আলী খালপাড় ছোট বালুর মাঠ গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই(নিঃ)/ জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ গত ২৪/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন আকমল আলী খালপাড় ছোট বালুর মাঠ গেইট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরফাতুল ইসলাম (১৯) ও মোঃ রাব্বি(১৯) দ্বয়ের হেফাজত হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের ইপিজেড থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply