মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ-চট্টগ্রাম নগরীর সিএমপি র ইপিজেড থানার বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত পালাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন”র নির্দেশনায় তদন্ত ওসি মোঃ জামাল এর সহযোগিতায় গতকাল ০৭/০৫/২০২৪ খ্রি. তারিখ সিএমপি ইপিজেড থানার এএস.আই/ কাজী মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর-১৭/১৮, টিআর-২১৪/১৮, ফৌজদারী আপিল-৯৯৫/২২, ধারা-৪২০ পেনাল কোড। প্রসেস নং-৮৯/২৪ সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি মোহাম্মদ মঞ্জুর আলম, পিতা-মৃত আবদুল মালেক, সাং-দক্ষিণ হালিশহর, নিউমুরিং, বেলার কলোনী, উত্তর পাশে, তক্তার পুল, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম’কে সিএমপি’র কোতয়ালী থানাধীন লালদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply