আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-সময়ের সাথে তালমিলিয়ে কাজ করে যাচ্ছে এ সময়ের জনপ্রিয় নৃত্যপরিচালক প্রিন্স খান।
ঢালিউড অসংখ্য গান আছে, যা নাচের জন্য যথার্থ। পর্দায় আমরা তারকাদের সেসব গানের সঙ্গে নাচের তাল মেলাতে দেখি। একেকটি গানের নাচ সুন্দর করে তোলার পেছনে থাকে তারকা ও কোরিওগ্রাফারদের অনেক দিনের পরিশ্রম,
এ সময় আলোচিত কোরিওগ্রাফার প্রিন্স খান নাচে ভীষণ পারদর্শী।
প্রিন্স খানের কোরিওগ্রাফিতে এবার ঈদে আসছে একাধিক মিউজিক ভিডিও,তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান ‘ও মেয়ে ঢং করো না’ , ‘দেমাগ’ , ‘ও বন্ধু মানুষ ভালো না’ এবং মোশারফ করিমের হুব্বা ছবি নিয়ে নির্মাণ করা হয়েছে একটি’ হুব্বা গান’ এসব গানের কোরিওগ্রাফার তিনি।
তিনি আরও বলেন,এখন অনেক ব্যস্ত সময় পার করছি। দু চোখ জুড়ে তার ঢালিউড জয়ের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। সামনে আরও বেশ কিছু কাজ আছে আমার। প্রিন্স খান আরও বলেন গানগুলো সময়ের উপযোগী করার চেষ্টা করেছি।
আমি সব সময় আধুনিক কাজ করতে পছন্দ করি, আমার স্বপ্ন আমি এদেশের গোনটি পেড়িয়ে বিদেশেও কোরিওগ্রাফি করার ইচ্ছা আছে।
Leave a Reply