মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ- সিএমপি ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইজ গেইট সংলগ্ন গোলচত্ত্বর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ(০১) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।
ইপিজেড থানা অফিসার্ ইনচার্জ মোহাম্মদ হোসাইন এর সার্বিক দিকনির্দেশনায়, ওসি তদন্ত মোঃ জামাল”র সহযোগিতায় গত
০২ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৯.২০ ঘটিকার সময় এএসআই(নিঃ)/ মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিএমপি ইপিজেড থানাধীন আকমল আলী বেড়িবাঁধ সুইজ গেইট সংলগ্ন গোলচত্ত্বর রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী প্রিয় চাকমা (৩৫)কে গ্রেফতার করে তাহার হেফাজতে থাকা ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ প্রিয় চাকমা (৩৫), পিতা- প্রেম বিজয় চাকমা, মাতা- কানন মালা চাকমা, সাং- গোলাছড়ি, রূপকারী, ৩ নং ওয়ার্ড, পোঃ-মারিশ্যা, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-নিউমুরিং, জে এস প্লাজা, ৬ষ্ঠ তলা, ১২ নং রুম, থানা-ইপিজেড,জেলা-চট্টগ্রাম।
উক্ত আসামির বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply