নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডস্থ মহিলা কলেজ মোড় এলাকায় প্রতিবছরের মতো এবারও সিয়াম,সাধনার মাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী রোজাদারদের মাঝে ইফতারের আয়োজন করেছেন সামাজিক ও মানবিক সংগঠন আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক।২৬ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় এআয়োজন করা হয়েছে।
এসময় ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সংগঠনের পরিচালক জোবায়ের বাসার।এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ রানা, হাশেম কেম্পানী, মেম্বার সুমন,শাহাদাত রাসেল,
অনিক,মুবিন,শাহাদাত,জামান,আরিফ,আরমান,টিটু,আবির,ইব্রাহিম
ফটিক,নয়ন,ইফতি,রাতুল,জয়ন,সজীব,মেহেদী,সুমন,রবিউল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণের সময় সংগঠনের পরিচালক জোবায়ের বাসার বলেন,আমরা দিনদৈনিক ৩০/৪০ জন রোজাদার ও পথচারীদের জন্য আমাদের এই কার্যক্রম শুরু হয়েছিল বিগত ২০১৮সাল থেকে বর্তমানে আমাদের এই কার্যক্রম
চলবে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত।তিনি আরও বলেন,সিয়াম সাধনার মাসে প্রত্যেকেটি মানুষকে সমাজের অস্বচ্ছল,পথচারীদের পাশে এগিয়ে আসতে হবে।সাবেক সফল মেয়র জননেতা আ.জ.ম নাছির উদ্দিনের দিকনির্দেশনায় সংগঠনের সহকর্মী ও বন্ধুদের সার্বিক সহযোগিতায় প্রতি বছর এ আয়োজন করে আসতেছি।এবং সাধারণ মানুষের মাঝে যথেষ্ট সাড়াও পেয়েছি বলে জানান তিনি।
Leave a Reply