বিশেষ প্রতিনিধিঃ- চট্টগ্রামের বস্ততম পর্যটক মানেই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সিবীচ,এই সিবীচে হাজার হাজার পর্যটকের আনাগোনা।পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সিবীচে একটি নারী দলপল এসে প্রতিহিংসার জের ধরে ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশে পুরানো দোকানপাট থাকা অবস্থায়, ৪০ নং ওয়ার্ডের একদল নারী সিবীচ এলাকায় এসে পুরানো দোকানের সামনে নতুন দোকান বসানোকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে বাঘবিতান সৃষ্টি হয়। বলে অভিযোগ করছেন সিবীচের দোকান মালিক মোঃ এনাম ইকতিয়ার,সাজ্জাদ,অপু,
শাহীন,জাহিদসহ কয়েকজন দোকান মালিক। গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার সময় ঘটনাস্থলে গেলে এসব তথ্য জানা যায়।
এব্যাপারে দোকান মালিক মোঃ এনামের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,আমরা দীর্ঘ ২০ বছর ধরে সিবীচে দোকানদারি করে আসতেছি,হঠাৎ গত পরশুদিন ৪০ নং ওয়ার্ডের একদল নারী সিবীচে এসে আমাদের দোকানের সামনে টেবিল বসিয়ে ঘেড়াও করেন।এবং বলেন তোমাদের দোকানপাট গুলো এখান থেকে সরিয়ে নিতে হবে,এটা এমপি সাহবের আর্দেশ।এই জায়গাটি খালি করে দাও এখানে আজকের পর থেকে পবিত্র মাহে রমজান মাসের ইফতারি মেলা শুরু হবে।দোকান মালিক এনাম বলেন,
আমরা দীর্ঘ ১৫ বছর ধরে নৌকার প্রচার প্রচারণা করে আসতেছি,একপর্যায়ে নারী দল হঠাৎ করে বলে উঠে তোমরা তো কেটলি মার্কা নিয়ে প্রচার প্রচারণা করছো,তোমাদের দোকানপাট এখানে আর বসানো জাবে না বলে হুমকি প্রদান করেন এই নারী দলটি।এমন পরিস্থিতি দেখে সাথে সাথে ৯৯৯ নাইনে ফোন করেন দোকান মালিক এনাম,ফোন করার পরপরই পতেঙ্গা মডেল থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে চলে আসলে, পুলিশ এসে দু-পক্ষকের দোকান বসানো আপাদত বন্ধ করে দেন।এসময় মোঃ এনাম বলেন,আমরা পতেঙ্গা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করব বলে জানান।
এবিষয়ে ঔনারী দলের কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,আমরা গত চারদিন আগে তাদের দোকানের সামনে এমপি সাহবের একটি ব্যানার লাগিয়ে ছিলাম,চারদিন পরে এসে দেখি এমপি সাহবের সেই ব্যানারটি আর নাই,ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশে পবিত্র মাহে রমজান মাসের ইফতারি মেলা করার জন্য এই স্থানটি এমপি সাহেবকে দেখানো হয়েছিল এবং এমপি সাহবে নিজে বলেছে তোমরা তোমাদের মনমত একটি স্থান পচন্দ করে ইফতারের মেলা শুরু কর।এমপি সাহবের কথা অনুযায়ী পুরানো দোকান থেকে প্রায় দেড়ফুট জায়গা সামনে রেখে আমরা ২০ টি দোকানের জন্য টেবিল বসিয়েছি। সিবীচে আসার পর আমাদের টেবিলগুলো সরিয়ে ফেলা হয়েছে,এবং কয়েকজন মহিলা এসে অখ্যাত ভাষায় গালিগালাস শুরু করেন,বিষয়টি এমপি সাহবেকে অবগত করার পরে পতেঙ্গা থানা থেকে পুলিশের একটি ফোস এসে দু পক্ষের কাজ সামরিক সময়ের জন্য বন্ধ করেন।এবং আইনগত ভাবে যে সমাধান দিবে পুলিশ তা আমরা মেনে নিব বলে জানান নারী দলটি।
এবিষয়ে ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমেদ চৌধুরীর ছেলে ওয়াহিদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি।
এবিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,কোন ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি,আমি নিজে ছিলাম ঘটনাস্থলে,দুই পক্ষের কেউ এখন পর্যন্ত থানায় এসে কোন অভিযোগ করে নাই,কেউ যদি অভিযোগ দায়ের করেন তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।তবে এবিষয়ে ট্যুরিস্ট পুলিশের ওসি ইসরাফিল এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,
সিবীচের এই বিষয়টি নিয়ে কেউ আমাকে অবগত করে নাই।
Leave a Reply