বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
গত ১৭/০২/২০২৪ খ্রি: তারিখ ইপিজেড থানার এএসআই (নিঃ)/ মোঃ ইসমাইল, এএসআই (নিঃ)/আব্দুর রব সংগীয় ফোর্সসহ নগরীর সিমেন্ট ক্রসিং সাইট পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর- ৯৩৯/২০১৬, দায়রা -৯৪৩৫/২০১৭ (ডবলমুরিং জোন), ধারাঃ- এন আই এ্যাক্ট এর মামলা সংক্রান্তে সাজা পরোয়ানা ভুক্ত আসামি মোঃ মোকমান আজাদ পিতা মৃত্যু মোঃ জাকির হোসেন-ঠিকানা সিমেন্ট ক্রসিং পুরাতন সাইট পাড়া আবুল খায়ের সুকানীর বাড়ী, দক্ষিন হালিশহর থানাঃ ইপিজেড জেলা, চট্টগ্রাম ’কে ইপিজেড থানায় ০১টি সিআর সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোছাইন সাংবাদিকদের জানান ইপিজেড থানা পুলিশের অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply