নজরুল ইসলাম নঈম : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বিকাল ৪টায় আনন ফাউন্ডেশন আয়োজিত
উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ‘মোহাম্মদ রফিকউজ্জামান জন্মোৎসব ২০২৪’
অনুষ্ঠান আনন ফাউন্ডেশন মিলনায়তন, আনন সেন্টার, ২৫১৬ পূর্ব ভাটারা, নতুন
বাজার, গুলশান-২, ঢাকায় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম-
এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই বর্ণাঢ্য জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। মোহাম্মদ
রফিকউজ্জামানকে উত্তরীয়, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় এবং ‘মাঠের সবুজ
থেকে সূর্যের লাল’ শিরোনামে ৪০০ পৃষ্ঠার একটি সম্মাননা গ্রন্থের মোড়ক
উন্মোচনশেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় আনন ফাউন্ডেশনের নৃত্য বিভাগের শিক্ষার্থী শিশুদের ‘মাঠের
সবুজ থেকে সূর্যের লাল’ ও ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানের সাথে নৃত্য
পরিবেশনের মাধ্যমে। এরপর আনন ফাউন্ডেশনের শিক্ষার্থী শিশুরা মোহাম্মদ
রফিকউজ্জামানের লেখা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
প্রধান অতিথির ভাষণে সৈয়দ আব্দুল হাদী বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান নিপাট
একজন ভদ্রলোক। আমার প্রিয় বন্ধু, সহকর্মী। তিনি আত্মমর্যাদা শব্দটিকে
সবচেয়ে বড় মনে করেন।
চলচ্চিত্র প্রযোজক ও গল্পকার রমলা সাহা বলেন, মোহাম্মদ রফিকউজ্জামাকে নিয়ে আনন
ফাউন্ডেশনের এই চমৎকার আয়োজন নতুন প্রজন্মকে জানাবে কিভাবে গুণী মানুষকে
সম্মান জানাতে হয়।
লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, আনন ফাউন্ডেশন আমাকে একটি
আনন্দময় সময় দিলো। এখানে কোনো ভান-ভণিতা নেই। প্রাণের মানুষদের সম্মেলনে
আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। মোহাম্মদ রফিকউজ্জামান আসল মানুষ, এই
মানুষটি সত্য বলতে জানেন।
কবি নাসির আহমেদ বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান গীতিকারদের লিজেন্ড, একজন
গাইড, তার আগেও কেউ নেই, পরেও নেই, তাঁর গানের কথা মানে কবিতা
কালোত্তীর্ণ।
কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান গানের কবিতা
রচনা করেছেন বলেই তাঁকে আমি গীতিকবি হিসাবে গ্রহণ করেছি। তাঁর ছন্দ-
প্রকরণ-ব্যকরণ মেনে গান লেখার কৌশল আমাকে মুগ্ধ করে।
গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, সময়ের সাথে সাথে আধুনিক গানের
রচয়িতাদের অনেকের মধ্যে মোহাম্মদ রফিকউজ্জামান শত বছর পরও আলোচিত হবেন।
মোহাম্মদ রফিকউজ্জামানের সহধর্মিনী জিন্নাত আরা জামান বলেন, মোহাম্মদ
রফিকউজ্জামানের জন্মোৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে আনন ফাউন্ডেশন যার সভাপতি স.ম. শামসুল আলম। তাকে আমার ছেলে হিসেবে জানি। আনন ফাউন্ডেশনের
সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।
মোহাম্মদ রফিকউজ্জামান তাঁর অনুভূতি ব্যক্ত করতে বলেন, আজ যেটা আনন
ফাউন্ডেশন আমার জন্য করল এটা আমার জীবনের সেরা পুরস্কার। ভালোবাসার চেয়ে বড়
পুরস্কার আর হয় না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকার আসিফ ইকবাল। তিনি বলেন, বাংলাগানের
অসামান্য বাণী রচয়িতা মোহাম্মদ রফিকউজ্জামান। তাঁকে আমি বাংলাদেশের সেরা
গীতিকার বলেই মনে করি। তাঁর শত শত গানের কথা বলা যায় অবিস্মরণীয় হয়ে আছে,
থাকবে।
গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার বলেন, মোহাম্মদ রফিকউজ্জামানের কাছে ছন্দ শিখে
আমি গীতিকার হলাম। তিনি আমার গানের গুরু।
গীতিকার ও শিশুসাহিত্যিক রিফাত নিগার শাপলা বলেন, রফিকউজ্জামান লিখেছেন
অসংখ্য কবিতার গান, অনন্য গীতিকার, তার অবদান বাংলার ইতিহাসে রবে অম্লান।
কবি ও গীতিকার সুমন সরদার বলেন, গীতিকবিতার ক্ষেত্রে মোহাম্মদ রফিকউজ্জামান
এক মহান আদর্শ। তিনি গানের কবিতায় শুদ্ধতার মাইলফলক তৈরি করেছেন।
কবি ও প্রাবন্ধিক খসরু পারভেজ বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান আমাদের মাথার ওপর
বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আছেন। তিনি শুধু একজন গীতিকবি নন, তিনি
একজন শিক্ষক।
কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান আমার জীবনের
সাথে, আমার লেখালেখির সাথে জড়িয়ে আছেন।
লেখক ও গবেষক ড. তপন বাগচী বলেন, আমি মোহাম্মদ রফিকউজ্জামানের গানের
কাঠামোকে অনুসরণ করি।
কবি ও অধ্যাপক ইসরাফিল হোসাইন বলেন, মোহাম্মদ রফিকউজ্জামানের গানের বাণী
আমাদের চেতনা ও মূল্যবোধের জায়গা থেকে নতুন প্রজন্মকে পথ দেখাবে।
সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, মোহাম্মদ রফিকউজ্জামান আমাদের যা
দিয়েছেন, তা শোধ করার ক্ষমতা আমাদের নেই। আমার একটা অনুরোধ কাউকে যেন
মরণোত্তর না দিয়ে বেঁচে থাকতে দেয়া হয়।
কবি মনসুর আজিজ তার শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ রফিকউজ্জামানের দীর্ঘজীবন
কামনা করেন।
মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গান পরিবেশন করেন সংগীতশিল্পী দিনাত জাহান
মুন্নী, চম্পা বণিক, তৌফিকুল ইসলাম মাসুদ ও আদনীনা মৌরীন। মোহাম্মদ
রফিকউজ্জামানের লেখা কবিতা আবৃত্তি করেন, রূপা চক্রবর্তী, শফিকুল ইসলাম বাহার,
মাসুম আজিজুল বাসার ও জান্নাতুল ফেরদৌস মুক্তা।
সবশেষে সভাপতির বক্তব্যে আশরাফুল আলম বলেন, বুকের ভেতর প্রকৃত ভালোবাসা না
থাকলে এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয়। এজন্য আমি আনন
ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলমকে ধন্যবাদ জানাতে চাই।
রফিকউজ্জামান সম্পর্কে বলতে চাই, তাঁর গানের জন্য লেখা কবিতা সুর দেয়ার আগে
আমি পড়তাম আর অনন্য স্বাদ পেতাম। সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রূপা চক্রবর্তী, মাসুম আজিজুল বাশার ও
মনিরুজ্জামান পলাশ।
Leave a Reply