পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে“বিশেষ কম্বিং অপারেশন-২০২৪” উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও তেলিখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সকাল ১১ টায় তেলিখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ভান্ডারিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈয়দ নজরুল ইসলাম, তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসু উদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) সুব্রত রায়, বাংলাদেশ কোস্টগার্ড, ভান্ডারিয়া অস্থায়ী ক্যাপ এর প্রতিনিধি জনাব মোঃ মিজান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভান্ডারিয়া ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ মনিরুজ্জামান ফরাজী।
Leave a Reply