কথা- প্রিন্স শিপন
কে দেয় তোমাকে নির্ঘুম রাত্রী
প্রেম কেবল মাত্র স্মৃতির যাত্রী।
প্রেমিক হতে চাই না কভূ আর।
তবু কেন ওই নির্লজ্জ শিউলি,
গন্ধ ছড়ায় নিশি বেলায়।
যাকে প্রত্যাখ্যান করেছিলো
প্রিয়সীর বাধ্য মন।
তবে কি কোন এক শিশির ভেজা ভোরে,
শিউলির মালা পড়িবে গলে কথা দিলাম,
আবার প্রেমিক হবো সেকালে।
Leave a Reply