সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

গৌরীপুরে ৪ নং মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী মিছিল জনসমুদ্রে পরিণত

  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ২.০১ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ থেকে দিলীপ কুমার দাসেরঃ-ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৯ ডিসেম্বর ) বিকেল পাঁচটা থেকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ট্রাক প্রতীকের সমর্থকবৃন্দ ৪ নং মাওহা ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মিছিলে ভুটিয়ার কোনা বাজার এলাকার আশপাশ মুখরিত করে তুলে এবং পুরো বাজারের চারপাশ দিয়ে অন্তত কয়েকবার প্রদক্ষিণ করতে দেখা যায়। স্মরনকালের সেরা বর্ণাঢ্য এ মিছিলটিতে নেতৃত্ব দেন মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর কাউন্সিলর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, ময়মনসিংহ জজকোর্টের আইনজীবী এডভোকেট মোঃ কাজল, মাওহা ইউনিয়ন কুষকলীগের সাধারণ সম্পাদক এটিএম আনজুমান মাহমুদ,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম পুতুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল বাশার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সাধারন সম্পাদক ইনসান, ৭ নং ওয়ার্ডের সাবেক সাধারন আবু সাঈদ,৬ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আবু সাইদ বিদ্যামিয়া, আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার এখলাছ উদ্দিন , ৯ নং ওয়ার্ডের সভাপতি মনজুরুল হক , আওয়ামীলীগ নেতা কায়সার হানিদ বকুল , ২ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হেলিম সহ মাওহা ইউনিয়নের জনতার একাংশ উপস্থিত ছিলেন। মিছিল শেষে ভুটিয়ার কোনা বায়তুল জান্নাত নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকলে জমায়েত হন।

এতে বক্তব্য রাখেন মাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ কালন এবং সমাপণী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী।

এ সময় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার ট্রাক প্রতীকে ভোট দিয়ে করে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com