মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

তিশা-ফারুকী অভিনীত প্রথম সিনেমা

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১.২৭ এএম
  • ৫৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করছেন ১২টি চরকি অরিজিনাল ফিল্ম। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’। ৩০ নভেম্বর রাত ৮টায় মুক্তি পায়েছে এই প্রজেক্টের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

সিনেমাটিতে অনেকগুলো প্রথমের স্বমনয় ঘটেছে, যা উঠে এসেছে নুসরাত ইমরোজ তিশার কথায়। বললেন, ‘‘ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’’

তিনি আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি ছোট্ট করে বলবো এই সিনেমাটা হচ্ছে সকল সন্তানের প্রতি তাঁর মা-বাবার অনুভূতির উপহার।’

এমনিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বেশ ফুরফুরে মেজাজের মানুষ। তবে সিনেমায় প্রথমাবার অভিনয় নিয়ে আছেন মিশ্র মনোভাবে। তিনি বলেন, ‘অনেক দিন তো কাজ করছি। কখনও ভাবি নাই অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে এক ধরনের সংকোচ ভাবতো আছেই। একই সাথে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন চেনে গল্প বের করার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাইতো শিল্পীর কাজ।’

ফারুকী আরও বললেন, ‘নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কি-বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা মা হিসাবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব মা-বাবারই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই ছবিটা যদি তাঁদের সেই সব অনুভুতির কথা মনে করিয়ে দেয় তাহলেই আমরা খুশি হবো।’

ফারুকীর প্রচারের জন্য জায়েদ এবার দিলেন ডাবল ডিগবাজিফারুকীর প্রচারের জন্য জায়েদ এবার দিলেন ডাবল ডিগবাজি
মূলত অভিনেত্রী তিথি আর তাঁর ফিল্মমেকার হাজব্যান্ড ফারহানের পক্ষ থেকে তাঁদের সদ্যোজাত কন্যার উদ্দেশে লেখা ভালোবাসার পত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। বাইরে থেকে দেখলে এটা সন্তানের দুনিয়াতে আগমন পর্যন্ত এক প্রকার দিনলিপি হলেও, ভেতরে লুকিয়ে আছে ব্যক্তি থেকে সমাজ ও রাষ্ট্রের নানা চেহারা। ৮২ মিনিটের ‘অটোবায়োগ্রাফি’তে ফারুকী এভাবেই গল্পের ফাঁদ এঁটেছেন।

সিনেমাটি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমরা যখন ঘোষণা করি তখন দর্শকের জন্য এটা অনেক বড় প্রতিশ্রুতি ছিল। সেখান থেকেই প্রথম ছবির প্রতি দর্শকের প্রত্যাশা যেমন বেশি একই সাথে আমাদের আয়োজনও বেশ বড়। এখন সিনেমা মুক্তির পর দর্শক বিবেচনা করবে সব। তবে আমি আশা করি, এই যে সব প্রথমের সম্মিলন হয়েছে এই সিনেমায়, সেটা দর্শকের জন্য চমকপ্রদ হবে।’

রেদওয়ান রনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিনেমার প্রযোজনা করাটা ছিল খুব আবেগের। কেননা আমার জীবনের প্রথম নির্মাণের প্রযোজক ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। এখন তাঁর সিনেমা আমি প্রযোজনা করছি সেটা আমার জন্য খুবই ইমোশনের।’

প্রসঙ্গত, ‘অটোবায়োগ্রাফি’র সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, সম্পাদনার কাজটি সুনিপুণভাবে সামলেছেন মোমিন বিশ্বাস। কালার গ্রেডিংয়ে ছিলেন দেবজ্যোতি ঘোষ। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন পাভেল আরিন। আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী।

আমি তো এমন জীবন প্রার্থনা করেছিলাম: ফারুকীআমি তো এমন জীবন প্রার্থনা করেছিলাম: ফারুকী
এ সিনেমায় শিল্পীদের অনন্য ও বাস্তবরূপ করে তুলেছিলেন দুই নারী। তাঁরা হলেন মেকআপে আতিয়া রহমান ও কস্টিউমে ইদিলা ফরিদ তুরিন।

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com