মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডলার-রিয়াল প্রতারক চক্রের ৫ জন গ্রেপ্তার বরগুনার গোয়েন্দা পুলিশ ভালুকায় শ্রমিকদের মজুরী কম দেওয়ার প্রতিবাদে ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু চাঁদপুরের চরাঞ্চলের উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু লক্ষ্মীপুরে আকস্মিক শুরু হলো কালবৈশাখী ঝড়  ডলার-রিয়াল প্রতারক চক্রের ৫ জন গ্রেপ্তার বরগুনার গোয়েন্দা পুলিশ ময়মনসিংহে পানিতে ডুবে সহোদ দুইভাইয়ের অপমৃত্যু

শুটিংয়ে ফিরলেন রোজা

  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৯.৫১ এএম
  • ৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-কল্পজগতে তৈরি হওয়া ইমেইজ পর্দায় আনার মডেল আমি। এ কথা বলেছেন মডেল ও অভিনেত্রী আফিয়া রোজা। তিনি একটা উল্লেখযোগ্য সময় ধরে গ্ল্যামার জগতে বিচরণ করলেও কোনো আলোচনায় নেই। তিনি বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন। বর্তমানে ফাইনাল ইয়ারে রয়েছেন। জানালেন, পড়াশোনা এবং তার মায়ের অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় তিন বছর কর্মক্ষেত্রের বাইরে ছিলেন। এখন আবার কাজ শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কিছু কাজও হাতে নিয়েছেন।

আফিয়া রোজা সম্প্রতি মুম্বাই থেকে তিনটি মিউজিক ভিডিওর কাজ করে এসেছেন। একটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে। দুটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তি পাওয়া মিউজিক ভিডিওটিতে তার সঙ্গী মডেল ছিলেন মুম্বাইয়ের গায়ক রাজা কাসেফ এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ। এছাড়া তিনি বর্তমানে দেশের আরো ছয়টি মিউজিক ভিডিওতে কাজ করছেন। তিনি বলেন, ‘এখন থেকে আমি নিয়মিত কাজ করব। আর কোনো বিরতি দেবেন না।’ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মিউজিক ভিডিওতে একজন নির্মাতার কল্পনার জগতে যে দৃশ্য বা ইমেইজ সৃষ্টি হয় তারই বাস্তবায়ন ঘটে মডেলের মাধ্যমে। কবি যখন ‘তুমি’ বলে কবিতা লেখে, তখন বুঝা যায় না সেই তুমিটা কে। কিন্তু সেই তুমিকে পর্দায় আনা হয়, তখন একজন মডেলকেই ব্যবহার করতে হয়।’

আফিয়া রোজা বলেন, ‘মিউজিক ভিডিও সত্যিকার অর্থে একটি কঠিন শিল্প মাধ্যম। তার সঙ্গে সম্পৃক্ততা নাচ-ছন্দ না জানা কারো পক্ষে সম্ভব নয়। আমি মুম্বাইতে গিয়েও এক্ষেত্রে সাফল্য পেয়েছি। সঠিক নির্মাতা এবং কুশলী ছাড়া একটি সার্থক মিউজিক ভিডিও সৃষ্টি করা কঠিন। কারণ একটি মিউজিক ভিডিওতে দুটি ধরণ যুক্ত – কনসেপ্ট এ্যান্ড পারফরম্যান্স। দুটির সমন্বয় না হলে মডেল সৃজনশীল হতে পারে না। এছাড়া মিউজিক ভিডিও নতুন শিল্পীদের প্রমোট করার ভূমিকা পালন করে।’

স্থবির ছবির জগত থেকে ভিস্যুয়াল জগতে এসেছেন আফিয়া রোজা। ফ্যাশান ডিজাইনিংয়ের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবে তার কর্মজীবন শুরু হয়েছে। পাশাপাশি তিনি নাটকেও কাজ শুরু করেছে ঢাকার স্থানীয় মেয়ে আফিয়া রোজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com