২০২৫ সালের বিশ্বকাপে কারা সুযোগ পাবে জানিয়ে দিল আইসিসি
আপডেট সময়
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭.৫৩ পিএম
১৬৮
বার পড়া হয়েছে
দু’বছর পর হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আটটি দলকে নিয়ে হবে প্রতিযোগিতা। এ বারের বিশ্বকাপ থেকেই পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। কারা সুযোগ পাবে, তাও জানিয়ে দিল আইসিসি।
বিশ্বকাপে বাবর আজ়মেরা যতই হারুক চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কেটেই ভারতে এসেছেন তাঁরা। আইসিসির এক দিনের ক্রমতালিকায় এক নম্বর দল থাকার জন্য নয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে পাকিস্তান। বাকি সাতটি দলকে বেছে নেওয়া হবে এ বারের বিশ্বকাপের ফলাফল থেকে। বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট ছাড়াও আরও তিনটি দল সুযোগ পাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে থাকা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। বাবরেরা প্রথম সাতটি দলের মধ্যে থাকলে সুযোগ পাবে লিগ পর্বে অষ্টম স্থানে শেষ করা দল। ২০২১ সালে হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। ২০৩১ সাল পর্যন্ত এই নিয়মেই বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি দলকে।
Leave a Reply