নেতানিয়াহুর সাথে বিস্তারিত আলোচনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় মানবিক সহায়তা সরবরাহের পরিকল্পনা তৈরির চুক্তি ঘোষণা করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং হিজবুল্লাহকে সতর্ক করে বলেছেন, “উত্তরে আমাদেরকে পরীক্ষা করবেন না।জাতিসংঘ বলেছে, গাজায় অধিকাংশ মানুষের কাছে পানি অপ্রতুল। ১৪০০-র বেশি ইসরাইলি এবং ২৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।ইসরাইলি বাহিনীর পূর্ব নির্ধারিত স্থল আক্রমণের আগে গাজা উপত্যকায় মানবিক সংকট বৃদ্ধি পাচ্ছে।তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইসরাইল সফরে যাবেন।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের বলেন, জর্ডান যাওয়ার আগে বাইডেন তেল আবিবে যাবেন। জর্ডানে তিনি বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করবেন।
হোয়াইট হাউস বলেছে, বাইডেন সেখানে পুনর্নিশ্চিত করবেন যে জঙ্গি গোষ্ঠী হামাস ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দাঁড়ায় না এবং সেখানে তিনি গাজার বেসামরিক নাগরিকদের ত্রাণ চাহিদা নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, জঙ্গিদের জিম্মি করা প্রায় ২০০ জন মানুষকে মুক্তি দেয়ার বিষয়ে তুরস্ক হামাস নেতাদের সাথে আলোচনা করেছে।
ফিদান বলেন, অনেক দেশ তুরস্ককে তাদের নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করতে বলেছে। হামাস নেতা ইসমাইল হানিয়াহের সাথে কথা বলার একদিন পর তিনি এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘের সংবাদদাতা মার্গারিট বাশীর এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।
Leave a Reply