মল্লিক জামাল:-বরগুনার আমতলীতে বিভিন্ন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে আজ সোমবার দুপুর বারোটায় আমতলীস্হ জেলা পরিষদ ডাক বাংলোর ভি,আই,পি হল রুমে আমতলী রিপোর্টার্স ফোরাম এর কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সময় দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনি মল্লিক এর সভাপতিত্বে সভায় উপস্থিত সকল সাংবাদিকদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আমতলী রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এর কমিটি কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক অপরাধ অনুসন্ধান এর আমতলী উপজেলা প্রতিনিধি পারভেজ রানাকে সভাপতি এবং US Bangla tv/ Channel A এর মোঃ আল আমিন বাবু কে সম্পাদক করে ১৭ (সতেরো) সদস্য বিশিষ্ট আমতলী রিপোর্টার্স ফোরাম (এআরএফ) এর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- মোঃ কামরুল হাসান সায়মন (Staff Reporter Channel A), সহ- সভাপতি- বিপ্লব চন্দ্র দাস (দৈনিক তৃতীয় মাত্রা), যুগ্ম-সম্পাদক (১)- বিকাশ চন্দ্র পাল (অপরাধ অনুসন্ধান টিভি), যুগ্ম-সম্পাদক (২)-মোঃ রেজাউল ইসলাম রনি মল্লিক (দৈনিক সময় দিগন্ত), সাংগঠনিক সম্পাদক-মোঃ রুবেল হোসেন (দৈনিক বজ্রকন্ঠ), অর্থ সম্পাদক-মোঃ রেদোয়ান (দৈনিক সময়ের আলো), আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট হুমায়ুন কবির (দৈনিক আজকের নীড় বাংলা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মোঃ হাবিবুর রহমান রনি (ফ্রী ল্যান্সিং), প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক-সুমাইয়া শীলা (সময়.২৪), দপ্তর সম্পাদক-মানাফী ইসলাম নামজুল (দৈনিক ভোরের বানী), নির্বাহী সদস্য-আবুল কালাম আজাদ (দৈনিক সোনালী খবর), নির্বাহী সদস্য-ঝুলন পাল (দৈনিক আলোকিত একাত্তর বাংলা),নির্বাহী সদস্য-টি,এম বায়জিদ তালুকদার (দৈনিক ভোরের সময়), নির্বাহী সদস্য-রুহুল আমিন (দৈনিক দিন প্রতিদিন),নির্বাহী সদস্য- মোঃ আবু তাহের (ফ্রী ল্যান্সিং)।
Leave a Reply