শুটিয়ে ব্যস্ত নূর-ই-আলম সুমন
-
আপডেট সময়
রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭.৫৩ পিএম
-
১৫২
বার পড়া হয়েছে
আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-সময়ের সাথে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা নূর-ই-আলম সুমন। দুইটি ধারাবাহিক নাটকে কাজ করছি। সম্প্রতি জামাল মল্লিক পরিচালিত দুইটি একক নাটকের কাজ শেষ করেছি একটিতে গাজী রাকায়েত ভাই, ঝুনা চৌধুরী, সজল ভাই ছিলেন, অপরটিতে ইয়াশ রোহান ছিলেন আমার সাথে। শীঘ্রই মাছরাঙা ও আর টি ভিতে প্রচার হবে। আমি মুলত চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতে চাই,যে কোন চরিত্রই আমার ভালো লাগার।আমার অভিনীত নাজমুল রনি পরিচালিত নাগরিক টিভির কিশোর গ্যাং সিরিজ টি এখন নিয়মিত চলছে, আর দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক “জবা” তে আমি নতুন ভাবে এস আই কায়েস চরিত্রের মাধ্যমে যুক্ত হয়েছি, পরবর্তী পর্ব গুলোতে আমাকে দেখা যাবে।
অভিনেতা নূর-ই-আলম সুমন বলেন,’রুবাইয়াত হোসেন পরিচালিত শিমু- মেইড ইন বাংলাদেশ সিনেমায় আমি অভিনয় করেছি, যদিও ওয়েব সিরিজে কাজ করা হয়নি, তবে ইচ্ছে আছে কাজ করার। থিয়াট্রন ঢাকা নামে একটা থিয়েটার গ্রুপের প্রধান নির্বাহী আমি, নিয়মিত প্রযোজনা “সিচুয়ানের সুকন্যা” মঞ্চায়নের পাশাপাশি নতুন নাটকের পান্ডুলিপি সংগ্রহ চলছে,শীঘ্রই মঞ্চে আসবে।
বর্তমানে “থিয়াট্রন ঢাকা” নামে একটি থিয়েটার গ্রুপ এর প্রধান নির্বাহী হিসেবে নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যশিল্পী, সদস্য- অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, সদস্য- টেলিভিশন নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ। অভিনয়ের পাশাপাশি নাট্য পরিচালনাও করে থাকিন এবং ‘জিনিয়া’স প্রোডাকশন’ নামে একটি নাটক ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।
নাগরিক টিভিতে ‘কিশোর গ্যাং’ ও দীপ্ত টিভিতে ‘জবা’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়াও তার অভিনীত মাছরাঙা ও আর টিভিতে নাটক প্রচারের অপেক্ষায় আছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত “শিমু- মেইড ইন বাংলাদেশ” সিনেমাতে তিনি অভিনয় করেন। যেটি বাংলাদেশ সহ প্রায় ১৫ টি দেশে একযোগে প্রচারিত হয়। টিভি বিজ্ঞাপন: রাধুনী গুড়া মশলা, ডেইলি শপ এ কাজ করেছেন। দেশ বরেণ্য অভিনেতা: আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মোশারফ করিম, প্রয়াত সাদেক বাচ্চু প্রমূখের সাথেও তিনি অভিনয় করেছেন।
শেয়ার করুন
এ জাতীয় আরো খবর
Leave a Reply