বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিন প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৪ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ হাজার মানুষ। এছাড়া ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস উৎপত্তি হয়। ভাইরাসটির উৎপত্তির প্রায় দেড় মাস পর আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছায়। এরপর থেকেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়তে থাকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ।
Leave a Reply