আল সামাদ রুবেলঃ-২০২২ সালে মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক প্রতিযোগিতা জয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান মেসফির আয়াজ নিরব। তবে ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। শোবিজের বিভিন্ন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়েই প্রতিটি বিষয় শিখেছেন হাতে-কলমে। মডেলিংয়ের গ্রুমিং করেছেন আজরা মাহমুদের কাছে। তবে অভিনয়ই তার সবচেয়ে পছন্দের কাজ। এ জন্য থিয়েটার চর্চা করছেন দীর্ঘদিন ধরে। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যানাদার মর্নিং’ গত বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পুরস্কারও অর্জন করে। তবে পূর্ণাঙ্গ নাটক হিসেবে তার শুরুটা দারুণ হচ্ছে বলতেই হবে। কারণ মামুনুর রশীদের পরিচালনায় নাটকের কাজ শুরু করছেন তিনি। ‘মুক্তির যাত্রা’ নামের সেই নাটকের স্ক্রিপ্টের একটি ছবি ফেসবুকে পোস্ট করে আয়াজ লিখেছেন, ‘ব্রাইটার বিগিনিং’। মিক্স স্টোরিজ প্রোডাকশনের এই নাটক প্রযোজনা করছেন শাহরিয়ার আকিব। এতে উৎপল নামের একটি চরিত্রে দেখা যাবে আয়াজকে। এ ছাড়া বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত আরেকটি শর্টফিল্মে কাজ করেছেন তিনি। ‘ব্লাউন্ড ফোল্ড’ নামের সেই ছবি শিগগিরই মুক্তি পাবে। তবে এই তরুণ অভিনেতা নিজেকে শুধু একটি গ-িতে আটকে রাখতে চান না। ভবিষ্যতে একজন ভালো নির্মাতা হতে চান। তারই প্রস্তুতি হিসেবে বর্তমানে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন একটি প্রোডাকশন হাউজে।
Leave a Reply