আসাদুজ্জামান মাসুদঃ-নেপালের থামেলে সুরিয়া হেরিটেজে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে “ইন্টারন্যাশনাল বিজনেস ও এন্টারপ্রেনার লিডারশিপ কনফারেন্স” অনুষ্ঠিত হয় । বাংলাদেশ, ভারত ও নেপালের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হয় । কনফারেন্সটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।
তিন দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনফারেন্সে বিজনেস ও এন্টারপ্রেনার লিডারশীপ, নেটওয়ার্কিং বিষয়ে বক্তাগণ আলোচনা করেন। এছাড়া স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সেরাদের “গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড” প্রদান করা হয় । প্রধান অতিথি হিসেবে ডিজি রাজেন্দ্র, গেষ্ট অব অনার হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও ডায়মন্ড হাউজের কো-ফাউন্ডার সোমেন সাহা, বিশেষ অতিথি হিসেবে ড. সৈলেন ভৌমিক, কুম বাহাদুর সুবেদী উপস্থিত ছিলেন ।
“গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড” প্রাপ্তরা হলেন নারী উদ্যোক্তা মেরিয়া ফারহিন রাহা, খাদিজা আক্তার মুক্তা, ডাঃ মোঃ ফারুক হোসেন, মরিয়ম নেসা ববি, নাদিয়া আফরোজ, অনিক রহমান অভি, ভাগময়ী দত্ত, ইসমত ফারজানা, পারভিন আক্তার, মোঃ কামাল পাশা, প্রদীপ কাপলে, ভক্ত বিস্টা, হারি কাদারিয়া, কে কে সাহ ।
রুহিত সুমন বলেন, এই আন্তর্জাতিক কনফারেন্সে যারা পৃষ্ঠপোষকতা ও অংশগ্রহণ করেছেন তাদের সকলে ধন্যবাদ জানাই। আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে ।
Leave a Reply