রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

নোয়াখালী সেনবাগে সংবাদ সংগ্রহ কালে গণমাধ্যমকর্মীকে পিটিয়ে হত্যার চেষ্ট

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ২.৪১ এএম
  • ৯৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশের পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের ভূঁইয়া বাড়ির ৯নং নবীপুর ইউনিয়ন পরিবার-পরিকল্পনা কেন্দ্র ১,২ ও ৩ নং ওয়ার্ডের সহকারী হেল্প কেয়ার কর্মকর্তা আলা উদ্দিন ও তাঁর ভাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।এতে সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু মারাত্মকভাবে জখম হন। ৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় আলা উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির সামনে সন্ত্রাসীরা এ হামলা করে।এ ঘটনায় সেনবাগ থানায় মোঃরেজাউল করিম রাজু বাদী হয়ে ১.আলা উদ্দিন(৫২),২.নাজিম উদ্দিন(৬০), উভয় পিতা মৃত দারবক্স,৩.রেহানা আক্তার প্রকাশ মায়া(৪০),স্বামী আলা উদ্দিন,৪.আবদুল করিম প্রকাশ সজিব(২০),৫ আবদুল আহাদ প্রকাশ সানজিদ(১৮),৬.রাবেতা শাওরিন প্রকাশ তিশা(২৪) উভয় পিতা আলা উদ্দিন সহ মোট ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে এগারোটার দিকে সেনবাগ থানাধীন বিষ্ণুপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে জমিজমা বিরোদের জের ধরে মোহাম্মদ ফারুকের সাথে একই বাড়ির আলা উদ্দিন, মো নাজিম উদ্দিন,আবদুল করিম সজিব,আবদুল আহাদ সানজিদ,রেহানা আক্তার মায়া,রাবেতা শাওরিন তিশা সহ আরো বেশ কয়েকজন মারামারিতে লিপ্ত হয়। এ-সময় সংবাদ কর্মী রেজাউল করিম রাজু দৃশ্যটি ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হয়ে আলা উদ্দিনের লোকজন রাজু’র উপর বর্গীয় হামলা চালায়। এসময় তারা রাজু’র হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার এক পর্যায়ে রাজু’র পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের ভাড়াটে কিশোর গ্যাংয়ের সদস্যরা।জানা যায় ফারুকের সৎভাই আলা উদ্দিন ও নাজিম উদ্দিন ভূমিদস্যু ও ভূমিগ্রাসী৷দীর্ঘ দিন ধরে ফারুকের খরিদা সম্পত্তি বসতঘরের উঠান জোরপূর্বক বেআইনি ভাবে বিভিন্ন প্রজাতির ফল গাছ কেটে ফেলেন এবং দখল করার চেষ্টা করেন৷সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু বলেন,ভূইয়া বাড়ির মৃত দারবক্স এর সেজো ছেলে মোঃফারুক তার বসত ঘরের উঠানের উপর হাঁস-মুরগির জন্য প্লাস্টিকের জাল দিয়ে গেরাও দিতে দিলে তাঁর সৎভাই আলা উদ্দিন ও নাজিম উদ্দিন বাধা দেন৷এক পযার্য়ের নাজিম উদ্দিন ও আলা উদ্দিন ফারুকের জাল খুলে ফেলে দেন এবং ফারুক ও তাঁর স্ত্রী রজবের নেছার উপরে হামলা করে মারধর করেন৷বিষয়টি আমি অবগত হলেই ঘটনাটি আমার বসত বাড়ীর সন্নিকটে হওয়ায় আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই৷ বড় ধরনের দূঘর্টনার আশঙ্কায় পেশাগত দায়িত্ববোধ থেকে আমি মারামারির ঘটনাটি আমার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও চিত্র ধারন করার চেষ্টা করি৷মারামারির দৃশ্যটি ভিডিও করার কারণে প্রথমে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে সন্ত্রাসীরা আমাকে কিল,ঘুষি,লোহার রড,লাঠি সোটা দিয়া এলোপাতাড়ী পিটাইয়া আমার সমস্ত শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং আমার প্যান্টের পকেটে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় ও পরনে থাকা টি-শার্ট ছিড়ে ফেলে৷স্থানীয়রা আমাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এদিকে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার এ.এস.আই লোকেন মহাজন৷এ ঘটনার খবর পেয়ে সেনবাগের কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে আসেন। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহামেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান ও বিভিন্ন জেলা উপজেলা সহ সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা।এব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনাজিম উদ্দিন জানান,ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com