বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা আগামী বছরের জানুয়ারিতে যমুনা ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু চালু হবে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তহবিল-ক্ষমতার অপব্যবহারের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করার বিধান থাকছে না : আইন উপদেষ্টা

বোধ-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ২.৪৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,নিজস্ব প্রতিবেদকঃ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বোধ’। গত ৫ সেপ্টেম্বর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম মজুমদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে চালিতাবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ফয়েজ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বোধ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধে ‘বোধ’-এর স্বেচ্ছাসেবীদের ভূমিকার কথা উল্লেখ্য করে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, ‘মানবকল্যাণ সংগঠন বোধ সমাজসেবায় দারুণ কাজ করছে। মাদক ও বাল্যবিবাহ রোধে ‘বোধ’-এর যেকোনো সহযোগিতায় আমাদের পাশে পাবেন।’

 

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল বলেন, প্রতিবছর আমরা মাসব্যাপী উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। উপকূলবাসী সারাবছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়ে এই অঞ্চলের মানুষ। বন্যা মোকাবিলা ও নদী ভাঙন রোধে গাছের ভূমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।

নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, করোনা মহামারির সময় সংগঠনটির পথচলা শুরু করে। এরপর থেকে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com