মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

স্মাট দেশ গড়ার লক্ষে পিরোজপুর দুই আসনে  আওয়ামীলীগের স্মাট প্রার্থী চায় আ.লীগ নেতা কর্মীরা

  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৮.১৫ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর দুই আসনে এবার নৌকার বিজয় চান আওয়ামীলীগের লীগ নেতা কর্মীরা।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যাক্ত করেছেন নেতা কর্মীরা।
আজ শনিবার দুপুরে স্থানীয় আইরন জয়কুল প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে পিরোজপুর-২ আসনে নৌকায় ভোট দিতে পারি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। বক্তারা আরো বলেন,  স্মাট দেশ গড়ার লক্ষে এ আসনে এবার  আওয়ামীলীগের স্মাট প্রার্থী চাই।
সভায় পিরোজপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ,  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক  সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক সাধারন সম্পাদক এবিএম শাহ জাহান,   সহ-সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, সহ সভাপতি মাহমুদ খান খোকন,  যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, যুগ্ম সাধারন সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈত্রী, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুল রশিদ খসরু, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এডভোকেট আঃ আউয়াল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন আর রশীদ খান  প্রমুখ।
অনুষ্ঠান  সঞ্চালনা করেন  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন।
সভা শেষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য পিরোজপুর-২ আসন থেকে জাতীয় পার্টি (জেপি’র) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু  ৩৬ বছর  ধরে এই আসন থেকে সাইকেল মার্কা নিয়ে নির্বাচন করে বিজয়ী আসছেন। কিন্তু এবার এ আসনে আ.লীগের ভোটার সমর্থকরা এবার ভোট বিপ্লব করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com