মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জের রাজিবপুর আওয়ামীলীগের শোকসভা-গণভোজের আয়োজন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৪.২৫ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে
বাশার  ;ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ৪৮ তম শাহাদাত বার্ষিকীর সম্মানার্থে সারাদেশের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে মাসব্যাপী জাতীয় শোক দিবস উদযাপনের অংশ হিসেবে রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দোগে আলোচনা ও শোকসভা অনুষ্টিত হয়।স্থানঃরাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়।
২৪ শে আগস্ট বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার। প্রধান অতিথির বক্তব্যে আবদুছ ছাত্তার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করছে।
সেই সাথে দেশ ও জাতির কল্যাণে সবাইকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার আহবান করেন।আলোচক হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।অনুষ্টানে সভাপতিত্ব করেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী মন্ডল।
পরিচালনায়  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ ফকির। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ হারুন,যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভুইয়া,সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ন,দপ্তর সম্পাদক আবুল কালাম,কোষাধক্ষ মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক এ এইচ এম সাইফুল ইসলাম, রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক,সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একেএম মোদাববিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু সাদেক, ইউনিয়ন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং রাজিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের লোকজন অংশ গ্রহণ করেন। উপস্থিত লোকজনের মাঝে তবারক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com