মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পড়ে ধান বেপারীর মাথায় হাত জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁ জেলায় রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে :নির্বাচন কমিশন

জবি সাংস্কৃতিক কেন্দ্রের নয়া সভাপতি তামজিদা, সাধারণ সম্পাদক মেহেদী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪.৫৯ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তামজিদা ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন চারুকলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। সংস্কৃতির চর্চায় সক্রিয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে সংগঠনটি নানা কর্মশালা ও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশে সহযোগীতা করে থাকে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা চারুকলা বিভাগের অধ্যাপক ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন। এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি আসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন জেবুন্নেছা সরকার নিঝুম, রকি আহমেদ, আনিসুর রহমান রুবেল ও ফারজানা আলম প্রীতি। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত পাল, শান্তা সাদিয়া রহমান, মাহমুদুল হাসান তন্ময় ও আল আরবী লাবনী।

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি তামজিদা ইসলাম বলেন, সকল সিনিয়র ও উপদেষ্টাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান আমাকে এই পদের জন্য নির্বাচিত করার জন্য। আমি প্রথম বর্ষ থেকেই সাংস্কৃতিক কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম, আছি ইনশাআল্লাহ আগামীতে ও থাকবো । আমার কাছে এই সংগঠন একটা আত্মতৃপ্তির জায়গা, ভালোবাসার জায়গা। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে পুরোনো সংগঠন হলো আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্র, সেই জায়গা টা ধরে রাখার চেষ্টা করবো যেনো ভবিষ্যতে ও এই সংগঠনের মান একই রকম আটুট রাখতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com