রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

রংপুরে ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শে লালিত, জণনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার।
মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিনের সঞ্চালনায় রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
৮’ম ওয়েজবোর্ডের আওতায়ভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলাম’র লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করে যাচ্ছে। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে। কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এর দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন, দেশবরেন্য তারকা সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিন, ঢাকা প্রতিদিন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, দিনাজপুর ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ঢাকা প্রতিদিন রংপুর অফিসের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, পঞ্চগড়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোস্তাক আহমেদ ও দিনাজপুর জেলা প্রতিনিধি দীপংকর রায় প্রমুখ।
প্রতিবাদ সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন। ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আল হেলাল চৌধুরী, সহ-সভাপতি ঈমাম রেজা (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি মোঃ কবির সরকার (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান মন্ডল (দৈনিক দেশবার্তা), সহ-সাগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক-মোঃ জাহাঙ্গীর হোসেন (দৈনিক মায়ের আচল), প্রচার সম্পাদক-মোঃ মোরসালিন ইসলাম (স্টাফ রিপোর্টার ৭১ সংবাদ), আইসিটি সম্পাদক আল মামুন চৌধুরী (দৈনিক স্বাধীন বাংলা), কার্যকারী সদস্যরা হলেন সৈয়দ সিরাজুল ইসলাম রিপন (দৈনিক গণকন্ঠ), আজগর আলী (দৈনিক মুক্ত খবর ও দৈনিক তৃতীয় মাত্রা), মোঃ আশরাফুল ইসলাম (দৈনিক স্বাধিন বার্তা ও দৈনিক দেশ প্রতিদিন) প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com