আল সামাদ রুবেলবি,নোদন প্রতিবেদকঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রথম সাধারণ সম্পাদক মোস্তফা ওয়াহিদ খান-এর ৩১তম প্রয়াণ দিবসে স্মরণানুষ্ঠান করেছে উদীচী। গতকাল ১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন, নিবাস দে, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মো. তমিজ উদ্দিন। সঞ্চালনা করেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান…
স্মরণ সভায় বক্তারা বলেন, বাংলার মুক্তিসংগ্রামের অগ্নিগর্ভ সময়ে ঊনসত্তরের গণঅভ্যূত্থানের প্রেক্ষাপটে, সাংস্কৃতিক জাগরণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শিল্পী-সংগ্রামী সত্যেন সেন-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় উদীচী। আর ১৯৬৯ সালে সেই সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা ওয়াহিদ খান। সেই উত্তাল সময়ে একটি সদ্যপ্রতিষ্ঠিত সংগঠনকে সঠিক ধারায় পরিচালিত করা এবং একইসাথে দেশের মুক্তিসংগ্রামে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে অনবদ্য দায়িত্ব পালন করেছেন তিনি।
স্বাধীনতা পরবর্তী সময়ে উদীচী সংগঠনকে সারাদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন মোস্তফা ওয়াহিদ খান। আজীবন পেছনে থেকে কাজ করা মানুষটি সংগঠনের প্রতিটি কর্মীর সাথে বন্ধুর সাথে মিশতেন এবং সবার সুখ-দুঃখ, হাসি-কান্নার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন। তাঁর নেতৃত্বগুণেই উদীচী সংগঠনের বিস্তৃতি ঘটেছে শহর থেকে শহরে, এমনকি গ্রামাঞ্চলেও।
১৯৯২ সালের গতকাল ১ আগস্ট মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হন মোস্তফা ওয়াহিদ খান। ক্ষণজন্মা এই মানুষটির নাতিদীর্ঘ জীবন উৎসর্গকৃত হয়েছে বাংলার সাংস্কৃতিক আন্দোলনের উজ্জ্বল বাতাবরণে…
Leave a Reply