মল্লিক জামালঃ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে ডিসি স্কয়ারে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম- বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম,সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী, রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসুসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সকাল দশটায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।
পরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বন তাপসীতে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক বনায়নে ৫৫ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের ১৬ লক্ষ ১৫ হাজার ৮৮০ টাকার চেক বিতরন করা হয়। এ মেলায় বিভিন্ন নার্সারী প্রতিষ্ঠান ৩১ টি স্টলে বিভিন্ন প্রকার গাছের চারা বিক্রি করছে। মেলা চলবে ২৯ জুলাই পর্যন্ত। মেলায় প্রতিদিন সন্ধ্যায় জেলার কালচারাল শিল্পীগোষ্ঠীর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন রয়েছে বলে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।
Leave a Reply