বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ বিসিবির ২০ লাখ টাকার চেক পেল সাফজয়ী মেয়েরা আগামী বছরের জানুয়ারিতে যমুনা ডাবল লাইন ডুয়েল গেজ রেল সেতু চালু হবে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫জনের মৃত্যু ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তহবিল-ক্ষমতার অপব্যবহারের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করার বিধান থাকছে না : আইন উপদেষ্টা

“শুরু হলো ১১ দিনব্যাপী জামদানি উৎসব”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১০.৪৯ এএম
  • ১১৬ বার পড়া হয়েছে

 

 

আল সামাদ রুবেলঃ আবহমান বাংলার ঐতিহ্য জামদানি। নানা প্রতিকূলতা ও সুযোগ সুবিধার অভাবে দেশীয় এই ঐতিহ্য বর্তমানে হুমকির মুখে। আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসিত দেশীয় এই ঐতিহ্যের উন্নয়নে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র (সেবা )।

পিকেএসএফ’ এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এর আওতায় জামদানির প্রচার,প্রসার, উন্নয়ন এবং এই শিল্পের সঙ্গে জড়িতদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১১দিনের জামদানি উৎসব।
বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র (সেবা) আয়োজিত ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে উৎসবের সহায়তায় রয়েছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ।
উৎসবে আদি জামদানির প্রদর্শনী ছাড়াও প্রতিদিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।
বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘অনন্য বয়নে জামদানি উৎসব’ শীর্ষক এই উৎসবের উদ্বোধন করেন উদ্বোধনী আনুষ্ঠানিকতার প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড ভূটান, গেইল মার্টিন, বিশ্বব্যাংকের এসইপি টাস্ক টিম লিডার ইউন জু অ্যালিসন ই, টেক্টটাইল বিশেষজ্ঞ, সংগ্রাহক ও কলকাতার দ্য উইভার্স স্টুডিওর স্বত্ত্বাধিকারী দর্শন মেকানি শাহ, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা।
সভাপতিত্ব করেন সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের (সেবা) নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জামদানি আমাদের নিসজ¦ সংস্কৃতির অংশ। জামদানি নিয়ে আমরা গর্ববোধ করি। স্বাধীনতার এই ৫২ বছরে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে আমরা তুলে ধরতে পারিনি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আমাদের ঐতিহ্য নিয়ে ভাবে। যার কারণে আমাদের সরকার আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও প্রসারে কাজ করছে। আমাদের অন্যতম এই ঐতিহ্য জামদানি বর্তমানে হুমকির মুখে। দেশীয় ঐতিহ্য জামদানির প্রচার ও উন্নয়নে এগিয়ে আসার জন্য পিকেএসএফ ও সেবা;কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

আদি জামদানি নকশায় বোনা ২৫টি শাড়ি, নকশার নমুনা, প্রাকৃতিক রংয়ের উপকরণ, জামদানি কপড়ে তৈরি বিভিন্ন পণ্য, ইনস্টলেশন ও জামদানি বয়নশিল্পীদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে তৈরি নানা ইলাস্ট্রেশন স্থান পেয়েছে।
এই প্রদর্শনী কিউরেটর হিসেবে রয়েছেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নাম্বার গ্যালারিতে সবার জন্য উন্ম্ক্তু থাকবে এই প্রদর্শনী। ২৯ জুলাই শেষ হবে ১১দিনের এই প্রদর্শনী।
উৎসবের প্রদর্শনী উপলক্ষ্যে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে জামদানি ভবিষৎ সম্ভাবনা নিয়ে সেমিনার। ২৯ জুলাই সমাপনী ছাড়া প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তবে এখানে কোন ধরণের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা যাবে না। এই উৎসব উপলক্ষ্যে একটি বইও প্রকাশিত হবে।

গবেষণা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সেবার সঙ্গে কাজ ওতপ্রোতোভাবে কাজ করেছে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ।
পিকেএসএফ বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব উপযুক্ত প্রযুক্তির প্রচলন, উদ্যোগে উৎপাদিত পণ্যের বিপণন সামর্থ্য বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরিতে লক্ষিত ক্ষুদ্র-উদ্যোগসমূহে সহায়তা প্রদান করা হচ্ছে।
বাংলাদেশের জামদানি শিল্প ২০১৩ সালে ইউনেস্কো কর্তৃক ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ওহঃধহমরনষব ঈঁষঃঁৎধষ ঐবৎরঃধমব)’ হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়াও, এটি বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক (এও) পণ্য হিসেবে ২০১৬ সালে ডড়ৎষফ ওহঃবষষবপঃঁধষ চৎড়ঢ়বৎঃু ঙৎমধহরুধঃরড়হ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। এই খাতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য এসইপি প্রকল্পের আওতায় ‘সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর মাধ্যমে ‘পরিবেশগত চর্চা প্রতিপালনের মাধ্যমে জামদানি পণ্যের অগ্রগামী বাজার সম্প্রসারণ’ শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জামদানি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের পরিবেশ ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, ব্যবসা উন্নয়ন, নকশা বৈচিত্রায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে উপ-প্রকল্পটি। পরিবেশগতভাবে টেকসই চর্চা রপ্তকরণসহ বৈচিত্র্যময় জামদানি পণ্য উৎপাদনের জন্য উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন করার মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে একটি উদ্ভাবনী ও টেকসই রূপদান করাই এই প্রকল্পের লক্ষ্য।
উপ-প্রকল্পের আওতায় ৭০০ জন জামদানি সম্পৃক্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহায়তা এবং উদ্যোক্তাদের কারিগরি, পরিবেশ ও ব্যবসা উন্নয়নের জন্য অনুদান সহায়তা প্রদান করা হয়েছে। দুই বছর ছয় মাস (জুন ২০২১ – ডিসেম্বর ২০২৩) মেয়াদি উপ-প্রকল্পটি জামদানীর মুল উৎপাদন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে, অত্র এলাকায় প্রায় ৪,০০০ জামদানি উদ্যোক্তা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com