আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে যেভাবে কষ্টে ফেলছে, তাতে তারা আর কখনই নৌকায় ভোট দেওয়ার ডাকে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের কষ্ট সব সীমা ছাড়িয়ে গেছে।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় হয়ে শান্তিনগড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিল।
রোববার রাতে ঢাকা মহানগর ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই কর্মসূচি আয়োজিত হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে আওয়ামী লীগ।
মির্জা ফখরুল বলেন, নিজেদের দুর্নীতি হালাল করতে সব কিছুর দাম বাড়াচ্ছে সরকার। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীলনকশা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তিনি। বিদেশে অর্থপাচার করতে সরকার মানুষের পকেট কাটছে।
তিনি বলেন, এখন আবারও নির্বাচনে ধোঁকাবাজির জন্য নৌকায় ভোট চায় আওয়ামী লীগ। কিন্তু দেশের মানুষ আর তাদের কথায় সাড়া দেবে না। নৌকায় ভোট দিবে না। সরকারকে নিরাপদে বিদায় নিয়ে দ্রুত নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারো বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে। কেউ সেন্টমার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না। প্রয়োজনে বিএনপি নেতাকর্মীরা বুকের রক্ত দিয়ে হলেও সেন্টমার্টিন রক্ষা করবে।
বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না আওয়ামী লীগ। পুরো দেশটা খেয়ে ফেলেছেন। সময় থাকতে মানে মানে কেটে পড়েন। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।
নিত্য প্রয়োজনীয় পণ্য ও গ্যাস পানির বিদ্যুতের দাম বাড়ার পেছনে সরকারের নেতা-মন্ত্রীদের দুর্নীতিকে দায়ী করেন বিএনপির মহাসচিব।
Leave a Reply